সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরাধ সবাই নিব দায়িত্ব” এমন প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরর হাকিমপুর, হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্য উপজলা স্বাস্য কমপ্লেক্সের আয়াজনে ও বেসরকারি এনজিওদের সহযাগীতায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজলা স্বাস্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্হলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলাচনা সভায় বক্তব্য রাখন উপজলা স্বাস্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.গাদ্দাফি শিকদার, লাইট হাউজের ম্যানেজার আরিফুর রহমান,মোস্তাফিজুর রহমানসহ অনেকে ।
সভায় এইচআইভি এইডসের ভয়াবহতা তুলে ধরে, তা প্রতিরাধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।