হবিগঞ্জের মাধবপুরে এক অসহায় বেকার যুবককে চটপটি বিক্রির ভ্যানগাড়ি প্রদান করছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ । শনিবার ( ২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার জগদীশপুর জে. সি. হাইস্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে অসুস্থ অসহায় যুকক আল আমিনের হাতে চটপটি বিক্রির ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। স্বচ্ছতার সদস্য সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জগদীশপুর জে. সি. হাইস্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মোদরেকুল হোসেন।
বক্তব্য রাখেন বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, সৈয়দ মসিউর হোসেন, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারী অলিদ মিয়া, মিঠু আনোয়ার, ইউ/পি সদস্য নারায়ণ কর্মকার, মীর মোঃ শাহজাহান খোকন,আলমগীর হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, লিটন বিন ইসলাম,ইয়াছিন তন্ময়,স্বচ্ছতার সদস্য আল আমিন ইসলাম,নজরুল ইসলাম তুহিন,লোকমান শাহ, খাইরুল ইসলাম খান,মোঃ আশিকুল ইসলাম শাহীন,মানোয়ার হোসেন সেলিম, মামুন মিয়া,শামছু উদ্দিন,সুলতান আলম,আঃ মোমিন,সুজন আলম,সোহাগ মিয়া প্রমুখ। এসময় সচ্ছতা গ্রুপের পক্ষ থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ক্রেষ্ট প্রদান করা হয়।