স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ কামাল হোসেনের সাথে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ফেব্রæয়ারী সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জনাব কামাল হোসেনকে শুভেচ্ছা স্মারক ও অন্যান্য অতিথিদের উপহার সামগ্রী তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ। প্রেসক্লাব সভাপতি সিকদার মোঃ কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক মোঃ খাইরুল আমিন ছগির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এ এলাকার সন্তান, এলাকার উন্নয়নের দায়ভার কিছুটা হলেও আমার উপর রয়েছে, আমরা সকলে মিলে এলাকার উন্নয়ন করতে চাই। এ সময় তার সাথে এলজিইডি ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর উন্নয়ন প্রকল্পের সিনিয়র এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোঃ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সদস্য, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।