সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় যাত্রীবাহী বাস মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।রবিবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত.মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল। বাকি আপর নিহতের এখনো পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, খুলনা থেকে যাত্রীবাহী বাসটি শাকদাহ এলাকায় পৌছালে পৃথক আরেকটি যাত্রীবাহীবাসকে ক্রস করতে দিয়ে এ দূর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বাস মাছের ঘেরে ঢুকে যায়। অন্যবাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে বর্তমান পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারী মোঃ তারেক ভূইয়া ও পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দূর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪-১৫ জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানতে পেরেছি।