আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, ডাঃ মোঃ আব্দুল গফফার, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, জনাব মোঃ শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর,লক্ষ্মীপুর, জনাব মোঃ মাইনুদ্দিন পাঠান, সাবেক অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।
এ সময় ভাষা আন্দোলন ও বাংলা ভাষার ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং বিজ্ঞান বিষয়ের উপর আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন প্রতিযোগীসহ চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর।