লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া মসজিদ বাড়িতে আজ রাত সাড়ে ৮টায় আগুন লেগে ১৭টি ঘর পুড়ে যায়৷ এ সময় কেউ আহত না হলেও আগুনে প্রায় ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান৷
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে৷
ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব জানান, খবর পেয়ে আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই, ফায়ার সার্ভিসকে ফোন করি এবং আমার পরিষদের গ্রাম পুলিশসহ স্থানীয় ও ফায়ার সার্ভিস সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে৷
ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তি সহযোগিতা ও ব্যবস্থা গ্রহনে স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প অফিসের সাথে যোগাযোগ করছি৷