নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা । গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হলেও এবছর বিজয় ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে এলাকাবাসী।
বুধবার সন্ধ্যায় শালমারা গোড়েকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের হাজার হাজার মানুষের ডাকে সারা দিয়ে মতবিনিময় সভায় যোগদেন মানবসেবী গোলাম মোস্তফা। এলাকাবাসী তার বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে আবারো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জোর দাবী করেন।
তবে গোলাম মোস্তফা বলেন, দল যাকেই মনোনয়ন দেবে তার হয়ে কাজ করতে হবে। এখানে প্রতীক পাওয়াতে আমার কোন হাত নাই। এসময় মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষ্যে বক্তব্য রাখেন লক্ষীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক, ভোটার কামরুজ্জামান লাকু, আব্দুস সামাদ,মনিরুজ্জামান, সহিদার রহমানসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।