রংপুরে সেফ সিভিংস্ এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর আয়োজনে দুই শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: রেজাউল আহসান। ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সমবায় কার্যালয় রংপুর সদর রংপুর । অনুষ্ঠানে সেফ সিভিংস্ এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি এ এস এম আহ্সান নেওয়াজ(শরণ),র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন নিবন্ধক আবুল বাসার,অধ্যক্ষ উপনিবন্ধক মুহা: শাহিনুর ইসলাম,জেলা সমবায় অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম,গংগাচড়া উপজেলা সমবায় অফিসার মো: আবতাবুজ্জামান,সহকারী পরিদর্শক মো: শামীম হাসানসহ সকল সমবায় কর্মকর্তাগণ।