জয়যাত্রা টেলিভিশন এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যুগের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন,জয়যাত্রা টেলিভিশন পজিটিভ খবর প্রকাশ করবে এই আশা করি। জয়যাত্রা টেলিভিশন জয় হোক আগামী দিনে গ্রামের অজানা চিত্রগুলো প্রতিবেদনের মাধ্যমে তুলে নিয়ে আসবে এই প্রত্যাশা করি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কালের কন্ঠ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, কণ্ঠ শিল্পী অন্তর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান,সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ,মোহনা টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান শফিউল ইসলাম শফিক, বাংলা টিভি রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন,জয়যাত্রা টেলিভিশনের কুড়িগ্রাম ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম,আমাদের নতুন সময় স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান বাবলু,যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, বাংলার চোখ দুলাল,আমরাই পাশে রংপুর এডমিন আল আমিন সুমন,ছাত্র সমাজের নেতা মাহিন সরকার,জয়যাত্রা টেলিভিশনের রংপুর বিভাগীয় ক্যামেরা ম্যান শরিফুল ইসলাম, নিউজ বাংলা ২৪.কম রেদোয়ান হিমেল,স্বদেশ প্রতিদিন রংপুর প্রতিনিধি লিমা,খোরশেদ আলম, অফিস সহকারী আলম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়যাত্রা টেলিভিশন রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল। এসময় উপস্থিত ছিলেন রংপুরের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ।