যশোরের শার্শায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে স্মার্ট লাইভস্টক ভিলেজের শুভ উদ্বোধন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকার সময় উপজেলার শ্যামলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংগনে স্মার্ট লাইভস্টক ভিলেজের শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাছুমা আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার শ্যামলাগাছি গ্রামের ২ শতাধিক চাষিদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট, নেপিয়ার ঘাসের কাটিং এবং মুরগীর ঠোঁটকাটা মেশিন বিতরণ করা হয়।