বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গবাল সকাল এগারোটায় স্থানীয় মির্জাগঞ্জ প্রেসক্লাবের সামনে মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শাখার আহ্বায়কে মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাদা ও মো. রাসেল প্রমুখ। শেষে তারা ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা অফিসারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।