পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দীপা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহষ্পতিবার বিকালে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। দীপা আক্তার ঢাকাস্থ গ্যান্ডারিয়া এলাকার মো. ওয়াসিমের মেয়ে।
এলাকাবাসী জানান, কয়েকদিন আগে দীপা মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে নানা আবদুল জব্বার মৃধার বাড়িতে বেড়াতে আসে। বৃহষ্পতিবার বিকাল তিনটার দিকে বাড়ির পাশে ভাড়ানির খালে হাত পা ধুঁতে গেলে সবার চোখের আড়ালে সে পানিতে পড়ে যায়। পরে মৃত অবস্থায় ওই খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।