পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সদরে সুবিদখালী কলেজ রোডে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুর বারোটায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আবুল আলম ফেরদৌস ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর নাবিল মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল,
মির্জাগঞ্জ থানার ওসি এম.আর শওকত আনোয়ার ইসলাম, শাখা ব্যবস্থাপক আল মামুন-উর-রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েলসহ এলাকার গন্যমান্য ব্যক্তি এবং সুবিদখালী বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।