হবিগঞ্জ মাধবপুর উপজেলায় সমজদিপুর সাকিনস্হ জহুর আলী চত্তরের পাশে ইট সলিং রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ফেন্সিডিলসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ, ৩জন পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, রোজ বোধবার (১৭ ফেব্রুয়ারী) রাত্রি ০৯ঃ২৫ ঘটিকার সময় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এস আই দেবাশীষ তালুকদার সহ সংঙ্গীয় ফোর্স জোলহাস, রনি দেব, রমজান সর্ব নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো শাহ আলম (২৮) পিতা মোহন মিয়া, সাং-মেহেরগাঁও, (২) রনি মিয়া (২৪), পিতা-মৃত আসাদ আলী , সাং কালিকাপুর, থানা- মাধবপুর , জেলা- হবিগঞ্জ । পলাতক ০৩ জন হলোঃ- ০১ ফেন্সি খোকন, সাং- নিজনগর, ০২। ফেন্সি রফিক , সাং- সন্তোষপুর, ০৩। হরমুজ, এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।