মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর দূয়ার থেকে ফিরে এসেছেন পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম ও তার সহায়ক মোঃ দেলোয়ার হোসেন। এসময় তাদের বহনকারী প্রাইভেট কার দুমড়েমুচড়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় এবং একটি অটোরিকশা ভেঙ্গে যায়।
গতকাল (মঙ্গলবার) রাতে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা সড়কের আমতলীর আমরাগাছিয়া এলাকায়। রাতেই আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ও সাব রেজিস্ট্রারকে উদ্ধার করে।
নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম মুঠোফোনে জানান, দুমকি থেকে কলাপাড়ার উদ্দিশ্যে যাওয়া পথে আমরাগাছিয়া পয়েন্টে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটর সাইকেল রংসাইডে চলে আসে। মোটর সাইকেলটি রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারসহ রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পানিতে গাড়িটি ডুবে যাওয়ার পূর্ব মুহুর্তে গ্লাস ভেঙ্গে আহত অবস্থায় কোন রকম বের হতে পারলেও অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাগজপত্র নস্ট হয়ে গেছে