ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানের জননী পলি আক্তার কে যৌতুকের জন্য নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেইল্লা বহুলী গ্রামের মোঃ নূর ইসলাম এর ছেলে পারভেজের সাথে ২০১৫ সালে উপজেলার বরাইদ গ্রামের মোঃ অলিলের মেয়ে পলির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন
পলিকে তার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।পলির বাবা মা হতদরিদ্র থাকায় যৌতুকের টাকা না দিতে পারায় পারভেজ তাকে নিয়ে ভরাডোবা এলাকায় বাসা ভাড়া নিয়ে প্যাট্রিয়ট মিলে চাকরি করতে বাধ্য করে এবং পলির বেতনের টাকায় তাদের সংসার চালায়। ঘটনার রাতে ডিউটি শেষ করে বাসায় ফেরার পর স্বামী পারভেজ যৌতুকের টাকার জন্য পুনরায় পলিকে বেধরক মারপিট করে বাহিরে বের হয়ে গেলে পলি তার মা সহুরা খাতুন কে ফোন করে।পরে রাতেই পলির মা ভরাডোবা বাসায় এসে তাকে নিয়ে যাওয়ার সময় পারভেজ এর কথায় স্থানীয় নেতা সুলতান তাদের রাস্তায় আটক করে পলির মাকে গাঢ়ে ধরে পলিসহ জোর করে টেনে হিচরে ঐ বাসায় নিয়ে যায়। এবং যৌতুকের একলক্ষ টাকা দিয়ে পারভেজ কে ডিভোর্স না করালে মা, মেয়ে দুজনকেই মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে সুলতান। উল্লেখ্য, সুলতান বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের ভালুকা উপজেলা শাখার সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
এ ঘটনায় পলি আক্তারের মা সহুরা খাতুন বাদী হয়ে পারভেজ ও সুলতান নেতার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে পারভেজের স্ত্রী পলি বলেন,আমকে প্রায় টাকার জন্য আমার স্বামী অত্যাচার করে। ঘটনার রাতে আমাকে মারধরের খবর পেয়ে মা ছুটে এসে এখান থেকে নিয়ে যাওয়ার সময় সুলতান নেতা আমার মা’কে শারীরিক ভাবে নির্যাতন করে। আমরা এ ঘটনার জন্য দায়ী সুলতান নেতা ও পারভেজের উপযুক্ত শাস্তি চাই।