ভারতের পেট্রাপোল স্থল বন্দরের জীবন জীবিকা বাঁচাও কমিটির ৫ দফা দাবি আদায়ের লক্ষে আজ রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। কুলি ও সাধারণ ব্যবসায়ীরা কর্মস্থল ফিরে পেতে তারা আন্দোলন করেছেন।
বেনাপোল সিন্ডএফ স্টাফ এসোশিয়েশসনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান ভারতের পেট্রাপোল স্থল বন্দরে ৫ দফা দাবি আদায়ের লক্ষে সকাল থেকে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তাদের ৫ দফা দাবিগুলো হলো- ১. অবিলম্বে পূর্বের ন্যায় হ্যান্ড কুলি ও পরিবহন কুলিদেও কাজে পরিবেশ ফিরিয়ে দিতে হবে। ২। পূর্বেও ন্যায় চালক ও সহকারীদেও পায়ে হেঁটে পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে।৩। সাধারন ব্যবসায়ী (মুদ্রা বিনিময়কারী,পরিবহন,ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট,চালক সহকারী ও অন্যান এজেন্সি নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে)। ৪। বাংলাদেশে ২৪ ঘন্টার মধ্যে পন্যবাহী গাড়ীগুলো খালী করার ব্যবস্থা করতে হবে। ৫। আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কর্মহীন করা চলবে না।
এ আন্দোলনের কারণে বেনাপোল স্থল বন্দরে শতশত পন্যবাহী রফতানিকৃত ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে।