বরিশালের বানারীপাড়ায় আসন্ন ১৪ ফেব্রুআরি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ করেন সাবেক ছাত্রনেতা সবুজ সোল্লা। ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বানারীপাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও সভাপতি ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের এই নেতা। তিনি উজিরপুর উপজেলার কৃতি সন্তান।
গণসংযোগে অন্যান্যের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, বানারীপাড়া উপজেলার সাবেক ছাত্রনেতা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ সাজু,প্রমুখ।
সবুজ মোল্লা বলেন বানারীপাড়া বাসী গর্বিত যে এডভোকেট সুভাষ চন্দ্র শীলের মত একজন সৎ যোগ্য নির্মোহ নির্লোভী সাদা মনের মানুষকে নৌকার মাঝি হিসেবে পেয়েছেন।তিনি ৫ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন কোন দুর্নীতির আশ্রয় নেননি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে সুভাষ চন্দ্র শীলকে জয়যুক্ত করুন।