বরিশালের বানারীপাড়ায় আসন্ন পৌরসভার ৫ম তম নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শারমিন শিলার মনোনয়নপত্র দাখিল করেন। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর তিন টার দিকে শারমিন শিলা তার লোকজন নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রসঙ্গগত গরিব দুঃখী মেহনতি মানুষের প্রার্থী শারমিন শিলা বানারীপাড়া পৌরসভা প্রথমবার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন।
সোমবার ১১ জানুয়ারি বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি বানারীপাড়া পৌরসভায় ভোট গ্রহন অুনিষ্ঠত হবে।
শারমিন শিলা বলেন আমি প্রথমবার বানারীপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, বিগতদিনে সুনাসের সাথে দায়িত্ব পালন করেছি। তারই ধারাবাহিতায় দ্বিতীয়বারের মত প্রার্থী হয়েছি আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে।