বরিশালের বানারীপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র প্রতিদিনের ন্যায় আজ ও মিছিল ও গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টুর অনুসারীগণ। তারই ধারাবাহিতায় ৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মিছিলটি পৌর শহরের বন্দর বাজার ও উত্তরপাড় এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে জিয়াউল হক মিন্টুর নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় মিছিলে ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাউদ্দিন সালেহ্, মোঃ শাহজাহান সিকদার,মোঃ আঃ জলিল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও শ্রমিক নেতা মাহফুজুল হক মাসুম, ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মতিউর রহমান,বানারীপাড়া উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক দিপু মাছি, পৌরসভার ১ নং ওয়ার্ডের সমবায় সমিতির সাধারন সম্পাদক সুমন বেপারি,মুক্তিযোদ্ধার সন্তান হাবিব খান,ছাত্রলীগ কর্মি মোঃ সজিব,ইমন, বাপ্পি,সাওন,প্রমুখ। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এক মাত্র জিয়াউল মিন্টু,ই প্রতিদিন মিছিল মিটিং, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। মেয়র প্রার্থী মিন্টু ও তার অনুসারীরা ব্যস্ত সময় পাড় করছেন মিছিল মিটিং নিয়ে।