বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান সুব্রত লাল কুন্ড।
এদিকে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা কিংবা দিনক্ষণ চূড়ান্ত না হলেও বরিশালের বানারীপাড়ায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে রয়েছে। গোটা পৌর শহর প্রার্থীদের দোয়া-আশীর্বাদ ও সমর্থন চেয়ে পোষ্টার ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে। পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু শনিবার বিকেলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পৌর শহরে বিশাল নির্বাচনী শোডাউন করে। দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোডাউনটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের জনপ্রিয় সভাপতি সুব্রত লাল কুন্ডু বলেন,দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে বানারীপাড়া পৌরসভা আলোকিত করব। নির্বাচনে তার দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন করে তাকে নৌকা প্রতিক দেওয়া হবে বলে সুব্রত লাল কুন্ডু আশাবাদী। সুব্রত লাল কুন্ডুর সমর্থনে শনিবারের বিশাল এ শোডাউনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,যুগ্ম সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,
উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাব,ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম মাল,বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইটি বিশেষজ্ঞ মনিরুজ্জামান আশরাফী, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাবেক ব্যাংকার ও আওয়ামী লীগ নেতা লক্ষ্মী নারায়ণ দেবনাথ,বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন মিয়া,আবুল হোসেন,বজলু লস্কর,ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বানারীপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,শিক্ষক হায়দার আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।