বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে “জয়িত্রী অন্বেষণে বাংলাদেশ ” জয়িতাদের সংবধর্না দেয়া হয়।
বুধবার ৯ ডিসেম্বর বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মোঃ শাহে আলম এমপি বরিশাল (২)।
আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা গোনেন ফ্লোরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, জয়িতাদের মধ্যে নাজনীন হক মিনু, তাসলিমা বেগম প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসিন-উল-হাসান,জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন,তথ্য কর্মকর্তা মোঃ হাফিজ আল আসাদ,তথ্য সহকারী ফয়জুন নেছা খানম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, পিএস মোঃ জসিম মোল্লা প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের ক্রেষ্ট ও সনদ প্রধান করা হয়।