আসন্ন ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সলিয়াবাকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ আল-আমিনকে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নাসির উদ্দিন বিশ্বাস ও তার লোকজনের বিরুদ্ধে প্রচার- প্রচারণায় বাধা প্রদান ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইউপি সদস্য প্রার্থী আল-আমিন প্রতিদ্বন্ধি প্রার্থী নাসির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগী মানিক হাওলাদার,মনু মিয়া,শাহিন ও মারজানকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২৯ মার্চ সোমবার সকালে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের তেরছিপুল নামক স্থানে আসামীরা ইউপি সদস্য প্রার্থী আল-আমিনকে নির্বাচনী প্রচারণায় বাধা এবং খুনজখমের হুমকি দেন। ফলে তিনি ও তার সমর্থকরা নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন এবং নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছেন না বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ট নির্বাচন ও তার নিরাপত্তা দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত নাসির বিশ্বাস বলেন আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বরং আল-আমিন উল্টো আমার লোকজনকে নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান করে।