জাতীর পিতার সম্মান রাখবোরা অ¤øান এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় এক যোগে একই সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের সকল সরকারী কর্মকর্তা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা চেম্বার অব কমার্স মাবনবন্ধন ও সমাবেশ করেছে। শনিবার সকালে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা- কর্মচারীরা এবং প্রেসক্লাবের সামনে জেলা চেম্বার অব কমার্স ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলাদা-আলাদা ভাবে মাবনবন্ধন ও সমাবেশ অংশ নেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে মাবনবন্ধন ও সমাবেশ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ প্রদীপ কুমার বকমী, মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম।
প্রেসক্লাবের সামনে জেলা চেম্বার অব কমার্স ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাবনবন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, চেম্বার নেতা সরদার ওমর ফারুক, সরদার আবু সাঈদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শওকত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার সাথে জড়িত ও ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেফতারসহ সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার আহহ্বান জানান।