প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট জেলা পরিষদের সদস্য এস এম কামাল হোসেনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে অংশ নেন, জেলা আওয়ামীলীগ নেতা মিলন ব্যানার্জি, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, এস এম সেলিম মোল্লা, আবুয়াল হোসেন কাজীসহগনমান্য ব্যক্তিবর্গ দোয়া ও মোনাজাতে অংশ নেন।