মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (১০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন,আমি আব্দুল জলিল আসন্ন পৌর নির্বাচনে মোংলা পোর্ট পৌরসভার ২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে নির্বাচন করছি। আমার প্রতিপক্ষ প্রার্থী যুবলীগ নেতা এস এম শরিফুল ইসলাম
আমার বিরুদ্ধে মোংলা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এবং গত ইংরেজি ০৯/০১/২০২১ তারিখ দুপুরে প্রতিপক্ষ প্রার্থির শরিফুল ইসলামের পরিবারের উপর মিথ্য হামলার অভিযোগ করেছেন। এছাড়াও প্রতিপক্ষ আমাকে বিভিন্নভাবে নির্বচনের প্রচার প্রচারনায় বাধা সৃষ্টি করছে। আমি এখন আমার নিজের জীবনের নিরাপত্তাহিনতায় ভুগছি। আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি।