বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তার সঙ্গে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের তীব্রতা আরও বেড়ে গেছে। এতে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস হতে সিরাজগঞ্জের রোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতুপূর্বপাড়ে সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও উত্তরবঙ্গগামী রাস্তায় পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এতে টাঙ্গাইলের রাবনা বাইপাস হতে সিরাজগঞ্জের রোড পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে পরিবহন চলাচল করছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এতে মহাসড়কে যানজটের তীব্রতা বেড়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু ৫ নম্বর পিলারের কাছে রাতে দুর্ঘটনা ঘটে।
এদিকে ঘন কুয়াশার কারণে জনসচেতনতায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। সেখানে যানবাহনের মালিক, শ্রমিক ও চালকদের অবহিত করতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রের দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করার সাথে সাথে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
বঙ্গবন্ধু সেতুপুর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। মহাসড়কে এখনও পরিবহনের চাপ রয়েছে।