জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধীতা ও জনমনে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে গত রোববার বিকালে উপজেলা সদরস্থ সুবিদখালী হাই স্কুল সড়কে স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, মোঃ সামসুল আলম, মোঃ রাকিব মৃধা ও মোঃ নিজম উদ্দিন হাওলাদার প্রমূখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।