পাটকেলঘাটার ধানদিয়ায় সেবার ফাউন্ডেশনের উদ্যোগে ধানদিয়া কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে শিশুদের প্রতিযোগিতা, পুরষ্কার বিতারন ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার পাটকেলঘাটার থানার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে আত্ন মানবতা সেবায় নিয়োজিত সেবা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের বাৎসরিক শিক্ষা মুলক প্রতিযোগিতা, পুরষ্কার বিতারন ও অসহায় হত-দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,রেনেটা ফার্মাসিটিক্যাল প্রাঃ লিঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনির হোসেন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পাটকেলঘাটা থানা এস আই,জয় বালা,সেবা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ সৈয়দ আনোয়ার হুসাইন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেন
,শিক্ষক ফারুক হোসেন,ডাঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অবিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতারন এবং এলাকার গরীব অসহায় হতদরিদ্রদের ( ১২টি পরিবারের) মাঝে শীত বস্ত্র বিতারন করা হয়।