দীর্ঘদিন ধরে নীলফামারী-সৈদয়পুর সড়কে চলছে রাস্তা প্রস্তস্থকরণের কাজ। ইতোমধ্যে ভূমি অধিগ্রহন ও অবকাঠামো সরানোর টাকা পেয়েছে অনেকে। তবে দারোয়ানী টেক্সটাইল চৌরঙ্গীমোড় বাজারের ব্যবসায়ীদের অবকাঠামো নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার গণবিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে নীলফামারী সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন যাবত আাশ্বাস দেয়ার পরও কোন ব্যবসায়ীকে অবকাঠামো সরিয়ে নেয়ার জন্য দেয়া হয় নাই ক্ষতিপূরণের টাকা। গণবিজ্ঞতি পেয়ে রবিবার সকালে দারোয়ানী টেক্সটাইল বাজারে ব্যবসায়ীরা ক্ষতিপূরণের টাকার দাবীতে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে অংশ নেয় টেক্সটাইল বাজারের অধিগ্রহনকৃত সকল ব্যবসায়ীরা।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, আমাদের মাথা গোজানোর শেষ সম্ভলটুকু রাস্তার কাজে চলে যাচ্ছে। আমরা আমাদের সংসার এই ক্ষুদ্র ব্যবসা করে চালাই। রাস্তার কাজ হবে ভালো কথা। আমরা রাস্তার উন্নয়ন চাই। কিন্তু আমাদের অবোকাঠামো সরিয়ে নেয়া হলে আমাদেরকে বড় বাবুরা ক্ষতিপূরণ দিতে চেয়েছে। এমনকি এমপি সাহেবও আশ্বাস দিয়েছিলেন। আজ ক্ষতিপূরণ ছাড়াই নিজ দায়িত্বে যার যা আছে সব সরিয়ে নেয়ার বিজ্ঞপ্তি লাগিয়ে। আমরা চাই দু’বেলা দু’মুঠো খেয়ে বাঁচতে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি আমাদের ক্ষতিপূরণ দিয়ে যাতে অবোকাঠামো সরানো হয়। না হলে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে।