চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধভাবে রাস্তা দখলকারী স’মিলসমূহে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (২৩ শে ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা সদরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধভাবে রাস্তায় কাঠ রাখার অপরাধে ২ টি স’মিলের মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৪টি স’ মিলের মালিককে ঘটনাস্হলে পাওয়া যায়নি। এর আগে সড়কের পাশ থেকে কাঠসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওযার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এবং সম্মানিত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর নির্দেশনামতে পরবর্তীতে কোন স’মিলের কাঠ রাস্তায় পাওয়া গেলে লাইসেন্স বাতিল করে স’মিল বন্ধ করে দেওয়া হবে বলে সতর্কতা করেন।সার্বিক সহযোগিতায় ছিলেন সাটিফিকেট সহকারী জিহন আলী সহ দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।