চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় ও দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব রহমান কাজল এর নেতৃত্বে , এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স কং- মোঃখালিদ মাসুদ, কং- মোঃহুমায়ুন কবির, (১৪ ডিসেম্বর) রাত্রি ১০ঃ৩০ ঘটিকায়, দর্শনা থানাধীন, দর্শনা পুরাতন বাজার হইতে ৪৮ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল উদ্ধারসহ ০৪ জন আসামী গ্রেফতার করেন, আসামিদের নাম, ১/মোঃ বকুল হোসেন(৩৬), পিতাঃ মৃতঃ শফি মোল্লা সাং- শ্যামপুর ২/ মোঃ রনি হোসেন(২০), পিতাঃ মোঃ রফিকুল ইসলাম ৩)মোঃ নাজমুল হোসেন (২৬),পিতাঃ আব্দুল মান্নান উভয় সাং-নাস্তিপুর পূর্বপাড়া ৪/মোঃ হারুন অর রশিদ(২৪), পিতাঃ আব্দুল হামিদ সাং-ছয়ঘরিয়া, সর্ব থানাঃ দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গা। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করেছেন দর্শনা থানা,এছাড়া মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।