চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর সঠিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে (২২ নভেম্বর) রবিবার রাত ৮ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই সাইফুল, ও এস আই মাজহারুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শন বাসস্ট্যান্ডের আঃ খালেক মন্ডলের ছেলে মোঃ সাকিব মন্ডল ( ২২) কে আটক করে পুলিশ। দক্ষিণচাঁদ পুরে আসামির বসত ঘরে পূর্ব পাশে খড়ির ঘরের মধ্যে হতে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ। অপরদিকে আর একটি মাদক বিরোধী অভিযানে ০১(এক) কেজি গাঁজাসহ একজনকে আটক করে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।