চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সুলতানপুরের মাদক ব্যাবসায়ী শিপন কে হাতেনাতে আটক করেছে দর্শনা থানা পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে শনিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার সময়
দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই সাইফুল ইসলাম ও
এ এস আই মহিউদ্দিন, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন সুলতানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সুলতানপুর গ্রাম স্থল বশির উদ্দিন এর চায়ের দোকানের সামনে হইতে
মাদক ব্যাবসায়ি মোঃ শিপন কে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামির কাছ থেকে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামি হলো দর্শনা থানাধীন সুলতানপুর মাছপাড়া’র মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃশিপন (১৯)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।