বরগুনার তালতলীতে বুধবার সন্ধ্যায় তালতলী ক্রীড়া ও সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে উজ্জ্বল চত্বর সংলগ্ন মাঠে ব্যাডমিন্টন ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।এ সময় উপস্থিত ছিলেন, তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবুল কাশেম হাওলাদার,কামরুল আহসান,আলতাফ হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক হাওলাদার,তালতলী বন্দর মাদ্রাসার সুপার মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুর ই আলম সুমন, যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন, ছাত্রলীগ সাধারন সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জিয়াউল হক রুবেল ও খালিদ মাসুদ। খেলায় চ্যাম্পিয়ন মালিপাড়া ফাইটার্স ও রানার্সআপ ফ্লাইং গ্রাবিটি।