১৯ ডিসেম্বর শনিবার ডিমলা রামডাঙ্গা ফরেস্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ডিমলা উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলা “বনভোজন-২০২০”।
বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা ডিমলার এই মিলনমেলায় উপস্থিত ছিলেন নীলফামারী- ১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়।
অংশ নেয় প্রায় ২৫০ জন শিক্ষার্থী এবং প্রায় ৫০ জন সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সাবেক শিক্ষার্থীদের মধ্যে মোখলেসুর রহমান (রাবি), মোজাফফর হোসেন কাজল (রাবি), শবনম শিউলি (রাবি), নাজমুল হোসেন (রাবি) আশিকুর রহমান (ঢাবি), মেঘদূত কুমার (শেকৃবি), রাসেউল আলম (রাবি), তাসেকুল ইসলাম তুষার (মাভাবিপ্রবি), মঞ্জুরুল ইসলাম (রাবি) প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত মিলনমেলা শেষে সাবেক শিক্ষার্থীরা উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে “পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব ডিমলা” সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আহ্বায়ক কমিটির ঘোষণা দেন৷
কমিটির আহ্বায়ক এইচ. এম. মেহেদী হাসান বাঁধন (বেরোবি)। যুগ্ম আহ্বায়ক মিনকিস নাহার তামান্না (জাবি), ইয়া রাকিব (ঢাবি), রেজওয়ানুর রহমান অর্পন (হাবিপ্রবি), মাসুদ রানা (চবি), মোঃ মেহেদী হাসান (জবি), মোঃ সানোয়ার হোসেন (রাবি) এবং শাহরিয়ার কবির রাহাত (রাবি)।
এছাড়াও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ১৫ জন কার্যকারী সদস্য।