ঝালকাঠিতে নদীর মোহনায় ক্যাপিটেল ড্রেজিংসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সদর উপজেলা মৎস্যজীবি জেলে সমিতি। রোববার সকালে সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন এবং ইউএনও সাবেকুন নাহারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এতে সংগঠনের সভাপতি মিন্টু হাওলাদার ও সম্পাদক মন্নান শরীফসহ সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্য ও সাধারন সম্পাদক জেলেরা উপস্থিত ছিলেন। দাবিগুলো হলো-মৎসজীবি জেলেদের এফআইটি কার্ড সংশোধনের মাধ্যমে মৎস্যজীবি জেলেদের প্রতিনিধি অন্তভূক্তকরন, ভূমিহীন মৎস্যজীবি জেলেদের নামে খাস জমি বরাদ্দ, ভিজিএফ বিতরনে দুর্নীতি বন্ধ প্রভূতি।