ঝালকাঠিতে ‘কোভিট ১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ এ ¯েøাগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে তিন দিনের অনলাইন ডিজিটাল মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এই প্রথমবারের মতো অনলাইনে মেলাটি অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য উপস্থাপন করা হবে ডিজিটাল মেলায়। অনলাইনে সেমিনার, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও তথ্য উদ্যোক্তা অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও এনডিসি আহমেদ হাছান। সোমবার থেকে অনলাইনের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে।