জামালপুরে ওয়াসিম (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শহরের নাওভাঙ্গা চর ভাড়া বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, শহরের পাথালিয়া উত্তরপাড়া এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম তার স্ত্রী কে নিয়ে চর নাওভাঙ্গা গ্রামের বিল্লাল মীরের ভাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে বাড়ি ফেরার পর ওয়াসিমের বমি ও পাতলাপায়খানা শুরু হয়। পরে ভোর বেলা তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ মৃত্য দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাসটি মর্গে পেরন করা হয়েছে । এই ঘটনায় মৃত্য ওয়াসিমের বাবা মোঃ তোফাজ্জল হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।