ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ এর নিকট মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আঃলীগের যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম (৩১শে ডিসেম্বর) সকাল ১২টার সময় স্বাস্থ্য বিধি মেনে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসারের কাছে তার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগের সদস্য নুরুল ইসলাম, আব্দুল আজিজ, সদস্য, সাবেক ছাত্রলীগের সভাপতি প্রদীপ কুমার হালদার, যুবলীগ নেতা শেখ হেকিম, সাবেক সেচ্ছাসেকলীগের আহ্বায়ক আরিফ শেখ, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগ নেতা শেখ ফয়সাল, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামিম সহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর সভার সাধারন মানুষের একাংশ।
প্রসঙ্গত, আগামী ৩০শে জানুয়ারী ২০২১ তারিখ কোটচাঁদপুর পৗরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।