পর্যটন নগরী কুয়াকাটাকে ব্রান্ডিং করার লক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়েন্তিতে মহান স্বাীনতার দিবস উপলক্ষে ১০ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন কুয়াকাটার পৌর মেয়র মোঃ আনায়ার হাওলাদার। গতকাল জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটি রাত ১২ টা ৩০ মিনিটে শেষ হয়। বিকাল ৪ টায় সৈকতে মহিপুর থানা পুলিশের আয়োজনে কাবাডি খেলা , কবিতা, গান, নৃত্য ,গ্রæপ ডেন্স, অনির্বান শিল্পী গোষ্ঠীর কোডিওগ্রাফি, এবং কুয়াকাটার শিল্পীগোষ্ঠীর শিল্পীরা কনসার্টে মাতিয়ে রাখেন গোটা সৈকত।এর আগে গত ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর সূবর্ণজয়েন্তিতে পটুয়াখালী জেলা পুলিশের সমুদ্র সৈকতে বালুভাস্কর্য্য উদ্বোধনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিচালনায় ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন অঞ্চলের রেডিও টেলিভিশনের নাম করা শিল্পী দিয়ে এ সৈকতে হাজারও পর্যটকদের মাতিয়ে রাখে। ব্যাপক এ আয়োজনের জন্য পৌর মেয়রকে পর্যটক বান্ধব মেয়র হিসাবে আখ্যায়িত করেন আগত পর্যটক ও এলাকাবাসী। টানা ১০ দিনের এ কনর্সাট করায় দেশের পর্যকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে । ঢাকা বনশ্রী থেকে আসা জুটি সিমা আক্তার (৪৫) জানান,এত সুন্দর অনুষ্ঠান তার আবার ১০ দিন অনলাইনে খবর দেখে ছুটে আসলাম খুবই আনন্দ করছি আমরা এসে দেখলাম হাজার হাজার পর্যটকও রয়েছে। ধন্যবাদ রইল মেয়র ও কুয়াকাটা শিল্পী গোষ্ঠীকে এত সুন্দর আয়োজনের জন্য। কুয়াকাটার আবাসিক হোটেল মালিক রুহুল আমিন বলেন কুয়াকাটা এই প্রথম আমাদের মেয়র যিনি নিজ উদ্যোগে ধারাবাহিক ভাবে টানা ১০ দিন অনুষ্ঠানের আয়োজন করেন কুয়াকাটা পর্যটন শিল্পের নতুন মাত্রা যোগ হলো বলে আমি বিশ্বাস করি। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন বিশ্বের মাঝে কুয়াকাটা একটি অন্যতম স্থান যার পরিচিত ব্যাপক তাই আমি দ্বায়ীত্ব নেওয়ার পর থেকে নতুন কিছু চিন্তা করি। বিনোদন হলো পর্যটকদের মনের খোরাক তাই কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর পরিচালনায় যে এতদিন সুন্দর অনুষ্ঠান পরিচালিত হয়েছে তা স্বরণ হয়ে থাকবে আমি মনে করি। আগামীতে মাস ব্যাপী অনুষ্ঠান করার চিন্তা করছি তার জন্য সবার সহযোগীতা দরকার।