কুষ্টিয়ার বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন উপজেলার আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবীউল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামরুল আহসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক ইউছুব আলী হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা জনসংখ্যা বিষয়ক সম্পাদক নুর-ই-আলম সুমন, যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু,যুবলীগের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, যুবলীগের যুগ্ন-আহবায়ক শামীম পাটোয়ারী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জোমাদ্দার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, কৃষকলীগের সাধারন সম্পাদক মুনছুর আলী জোমাদাদার , ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন, ছাত্রলীগের সাধারন সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।