নিয়োগবিধি সংশোধন করে বেতন বৌষম্য নিরসনের দাবীতে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে স্ব্যাস্থ্যকর্মীরা। ৫ম দিনের মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ও পরিদর্শকবৃন্দ। কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিষ্ট্যান এসোসিয়েশন কাঠালিয়া শাখার সভাপতি আঃ সোবাহান হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম স্বপন, আলী আজগর, আবু বকর, মামুন হোসেন, রীনা আক্তার বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য সহকারীদের বেতন বৌষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারী মাসে স্বাস্থ্যমন্ত্রী দাবী মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়ার পরেও দাবী বাস্তবায়ন হয়নি। দীর্ঘ ২ বছরেও সে দাবী মানা না হলে ২০২০ সালের ফেব্রæয়ারীতে আন্দোলনের পথ বেছে নেয় স্বাস্থ্যকর্মীরা। তখন ১ মাসের মধ্যে দাবী বাস্তবায়নের আশ্বাস দেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু প্রায় ৯ মাস অতিবাহীত হলেও আমাদের দাবী বাস্তবায়ন হয়নি। তাই ২৬ নভেম্বর ২০২০ইং তারিখ থেকে অনির্দিষ্ট কালের জন্য ফের কর্মবিরতি শুরু করছেন স্বাস্থ্যকর্মীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা।