ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় ও ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচীতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। এছাড়াও পুষ্পস্তব অর্পন করেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, জাককানইবি শাখা ছাত্রলীগসহ অন্যান্যরা।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। কর্মসূচীতে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহাবউদ্দিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. সুজন আলী, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্জাদা আহসান হাবিব, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) প্রকৌশলী হাফিজুর রহমান, কর্মচারী পরিষদের সভাপতি জুনায়েদ কবির, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, এ দিনের কর্মসূচীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় আয়োজিত ‘মুজিববর্ষে জাতীয় শোক দিবস: আমার বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও ‘বঙ্গবন্ধু কুইজ টেস্ট-২০২০’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিজয়ীদের পুরষ্কৃত করেন।
অপর দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা প্রমুখ।