কক্সবাজারে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছে মোঃ মামুনুর রশীদ। তিনি বর্তমানে বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে রয়েছেন।
অন্যদিকে কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসক কক্সবাজারের ডিসি মোঃ কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।একই সাথে আরো ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে,কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ২১ তম বিসিএস’র একজন ক্যাডার।তিনি ২০১৯ সালের ২৩ জুন বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।সেখানে তিনি প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেছেন।