বরিশালের বানারীপাড়া উপজেলার মহাসড়কে ঝালকাঠির বেরমহল(ক্লাবঘর)নামক স্থানে ১৬ জানুয়ারি শনিবার বিকেল পৌনে ৪টার সময় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান পিতা মোঃ সুমন হাওলাদার (৩৮) ও তার ছোট ছেলে মোঃ হাসিফ(০৪) হাওলাদার। নিহত সুমনের স্ত্রী ও বড় ছেলে নিশাত (১১)কে আশংকা জনক অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে পিতা-মাতার সাথে দুপুরের খাবার খেয়ে মোটরসাইকেল যোগে উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্রামের নানা বাড়িতে বেরাতে যাচ্ছিল হাসিফ ও নিশাত। নিয়তি তাদেরকে নানা বাড়িতে যেতে দিলোনা। পিতা ও ছোট ভাই ঘটনাস্থলেই মারা যায়। আর বরিশাল শেবাচিমে অচেতন অবস্থায় ভর্তি থাকা মা ও বড় ভাই নিশাত জানেই না সুমন ও হাসিফ বেঁচে আছে কিনা।আইনে আছে মহা সড়ক ও আঞ্চলিক মহা সড়কে কোন প্রকার ট্রলি, টমটম, নসিমন, বটবটি ও বৌ-গাড়ি বা ইজিবাইক চলাচল করতে পারবেনা। এগুলো চলাচল করলে স্থানীয় প্রশাসন কঠোর ভাবে তা প্রতিহত করবে। তবে বানারীপাড়ায় চলছে তার উল্টো চিত্র। প্রতিদিনই প্রশাসনের সামনেই অবৈধ এই গাড়ি গুলো চলাচল করছে। আর এই গাড়িগুলো যারা চালাচ্ছেন তাদের কোন প্রকারই ড্রাইভিং লাইসেন্স নেই বলেও জানাগেছে। নেই কোন প্রকার প্রশিক্ষণ ও । আবার কখনও কখনও দেখা যাচ্ছে ১২/১৪ বছরের কিশোররা এই গাড়ি গুলোর চালক। খোদ বানারীপাড়া পৌর শহরের মধ্যেই দিনের আলোতে এই অবৈধ গাড়িগুলো চলাচল করছে। তবে কি ভাবে আইনে অবৈধ থাকা গাড়িগুলো দিনেরপর দিন চলছে এ প্রশ্ন সচেতন মহলের। আর কত প্রান গেলে কতৃৃপক্ষের টনক নড়বে আইন থাকলেও নেই কোন তদারকি।