বরগুনার আমতলীতে ঢাকা থেকে আসা সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ হাবিবুর রহমান তামিম (২৩) ও রিয়াজ গাজীকে (৩৫) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করছে বরগুনা ডিবি পুলিশ।
বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, আজ (বৃহস্পতিবার) সকাল সারে ৭টার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে আমতলীতে আসা সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের মধুপাড়া সপ্নের ঠিকানা এলাকার শহিদ শিকদারের পুত্র হাবিবুর রহমান ও রহমান গাজীর পুত্র রিয়াজ গাজীকে আটক করে। তারা ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। আটককৃত দু’জন কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
বরগুনা ডিবির ওসি খন্দকার জাকির হোসেন মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ২ কেজি গাঁজা নিয়ে আসার সংবাদ পেয়ে আজ সকালে সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারীকে আটক করেছি।